নেত্রকোনা প্রতিনিধি : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন বিএ/বিএসএস প্রথম বর্ষের ইংরেজী পরীক্ষায় পরীক্ষার্থী সেজে প্রক্সি দেয়ার দায়ে আকিকুল ইসলাম (২০) নামের এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে নেত্রকোনার পূর্বধলায় রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ওই ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত আকিকুল ইসলাম উপজেলার হোগলা ইউনিয়নের ভিকুনীয়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। পারভেসুজ্জামান নামে এক পরীক্ষার্থীর স্থলে পরীক্ষায় অংশ নিতে এসে আটক হন তিনি।
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম জানান, শুক্রবার সকালে রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের পরীক্ষা কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস প্রথম বর্ষের ইংরেজী পরীক্ষা চলছিল। পরীক্ষার্থী পারভেসুজ্জামানের পরিবর্তে ওই যুবক পরীক্ষায় প্রক্সি দিচ্ছিল।
খবর পেয়ে ভ্রাম্যামাণ আদালত পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে আকিকুল ইসলামকে আটক করে এক বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ওইসময় আকিকুল ইসলাম অর্থদণ্ডের টাকা পরিশোধ না করায় তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এ ব্যাপারে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।