ময়মনসিংহ প্রতিনিধি ॥ ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬ অক্টোবর শনিবার সকালে বিভাগীয় শহর ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেঞ্জ কার্যালয় প্রাঙ্গণ বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয় শোভাযাত্রা । এতে জেলা প্রশাসক মো: মিজানুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, কমিউনিটি পুিিশং এর সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন পেশা ও শ্রেনীর মানুষ অংশ নেয়।
পরে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে পুলিশ সুপার শাহ মো: আবিদ হোসেন বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ জাহাঙ্গীর আলম , আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক, নাগরিক আন্দোলন সভাপতি অ্যাডভোকেট মো: আনিছুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম, কমিউনিটি পুলিশিং সভাপতি আমির আহম্মেদ চৌধুরী রতন, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তা প্রমুখ। এর আগে শিক্ষার্থীদের অংশ গ্রহণে কৃতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।