কোন একদিন বলেছিলে
ক্ষণিকের জন্য এসে
মুছে দিয়ে যাবে সব দুঃখ
ধুয়ে দিয়ে যাবে জীবনের গ্লানি।
বলেছিলে ষড়ঋতু হতে পারবে না
তোমাকে তাই মেঘের মত করে চাইনি
যদি ভালোবাসো তুমি
মেঘ হয়ে উড়ে যাও আমার সীমানা।
আমার অপেক্ষার অশ্রু
বাষ্প হোক সারাদিন
তুমি একদিন এসো হঠাৎ বর্ষা রানীর সাজে।
ভালোবাসাকে আমি ছেড়ে দিয়েছি
নিজের হাতে তোমার বসন্তের উদ্যানে
ভুলেছি মধুরাত, মৌমাছিদের গান।
আমার ব্যথিত হৃদয় যদি ভালোবাসো
তুমি বৃষ্টি হয়ে এসো
অঝোর ধারায় নেমো খুব করে
শুনবো নূপুরের ধ্বনি।