স্টাফ রিপোর্টার ॥ ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে স্যানিটেশন মাস-অক্টোবর উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর বুধবার সকালে শেরপুর পৌরসভার উদ্যোগে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিপ), স্থানীয় প্রকৌশল অধিদপ্তর এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত ওই র্যালির উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। র্যালিটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অন্যান্যের মধ্যে পৌর প্যানেল মেয়র-২ তৌহিদুর রহমান বিদ্যুৎ, কাউন্সিলর মাহমুদা ইয়াসমিন ডলি, হামিদা বেগম, পৌর সচিব আবু লায়েছ মোঃ বজলুল করিম, হিসাবরক্ষণ কর্মকর্তা এইচএম শেলীম আলম, পৌর কর্মকর্তা-কর্মচারী সংসদের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ঝন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
