বৃষ্টি এলেই মনে পড়ে
মোহাম্মদ রবিউল আলম (টুকু)

আকাশটা আজ কাঁদছে কেন,
ফেলছে কেন চোখের জল?
আজ আকাশের কান্না দেখে
কবির চোখেও ঝরছে জল।
কাঁদছে আকাশ, কাঁদছে কবি
ফেলছে চোখের নোনাজল,
এমন ধারা মেঘ দেখিলে
ভেসে যায় তার হৃদয়-তল।
বর্ষা গেল, শরৎ গেল
আজ হেমন্তের প্রথম ভাগ,
বৃষ্টির জলে হৃদয় ধোয়ে
উঠছে ভেসে স্মৃতির দাগ।
সেদিনও এই আকাশ জুড়ে
ছড়িয়ে ছিল কালো মেঘ,
দু’চোখে মোর স্বপ্ন ছিল
হৃদয়ভরা প্রেম-আবেগ।
আজকে যেমন আকাশ জুড়ে
অসময়ের মেঘ ভারী
অবাক আমি আছি বসে
দেখছি স্মৃতির পায়চারি।
