মইনুল হোসেন প্লাবন, শেরপুর : শেরপুরে শ্রীবরদী উপজেলার মাটিয়াকুড়াতে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ-এর ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘সাহিত্যাকাশ সাহিত্য সংগঠন’র উদ্যোগে জাঁকজমকপূর্ণ কবিতা পাঠের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর শনিবার সন্ধ্যায় কবি এম এম তাজুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট কবি-সাহিত্যিক ও শিক্ষক আশরাফ আলী চারু।
কবি ইমামউদ্দীন ইমনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কবি আজাদ সরকার, নূরুল ইসলাম নাযীফ, রুবেল খাঁন, আব্দুল হাকিম সাব্বির, মাহমুদুল হাসান আরিফ, এস আই শহিদুল , মোঃ সাজু, আব্দুর রহিম প্রমূখ।
আলোচনা সভায় কবি ফররুখ আহমদের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন আশরাফ আলী চারু, নূরুল ইসলাম নাযীফকবি ও রুবেল খান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সকল কবি-সাহিত্যিকগণ কবি ফররুখ আহমদের উপর লেখা স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে কবিকে স্মরণ করেন এবং পরবর্তী প্রজন্মের কাছে কবি ফররুখ আহমদের সাহিত্যকর্ম পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরে, নূরুল ইসলাম নাযীফ ও রুবেল খানের সম্পাদনায় “পাঞ্জেরি” নামক ফররুখ স্মৃতি স্মারকের মোড়ক উন্মোচন করা হয়।
