ads

রবিবার , ২০ অক্টোবর ২০১৯ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৫ নাগরিক সেবা মিলবে ডিজিটাল পদ্ধতিতে

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২০, ২০১৯ ৭:১৯ অপরাহ্ণ

উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়

ময়মনসিংহ প্রতিনিধি ॥ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ডিজিটাল অটোমেশন পদ্ধতিতে নাগরিক সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সজিব ওয়াজেদ জয়। ঢাকায় কম্পিউটার কাউন্সিল থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রবিবার ১০টার ডিজিটাল বাংলাদেশের জন্য ই-গভর্ণমেন্ট মাস্টার প্ল্যান শীর্ষক প্রকল্পের আওতায় ই-গভর্ণমেন্ট মাস্টার প্ল্যান মোড়ক উন্মোচন এবং ডিজিটাল মিউনিসিপালিটি সার্ভিস সিস্টেম পাইলট প্রকল্পের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামূল হক টিটু।
আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্ব এই অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এবং অতিথি সম্মানিত অতিথি থাকবেন বাংলাদেশস্থ কোরিয়া রাষ্ট্রদূত জনাব হু কং-ইল। ময়মনসিংঞ জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হন । এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম গালিভ খান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ আনোয়ার হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্দ রফিকুল ইসলাম মিঞা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম কুমার সাহা, নগর পরিকল্পণাবিদ মানস বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর দীপক মজুমদারসহ কাউন্সিলরবৃন্দ।
ওই কর্মসূচীর আওয়াতায় এখন থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অনলাইনে ৫টি সেবা যথা হোল্ডিং ট্যাক্স, অনলাইন ওয়াটার বিলিং সার্ভিসেস, অনলাইনে সিটি কর্পোরেশন সার্টিফিকেট সার্ভিসেস, অটোমেটেড প্রোপার্টি ম্যানেজমেন্ট সার্ভিসেস, ই- ট্রেড লাইসেন্স সার্ভিসেস ইত্যাদি সেবা মিলবে । ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মোট ৮লাখ ১৩ হাজার নাগরিক এবং ৫২ হাজার ৬০টি হোল্ডিং, প্রায় ৮টাজার পানির সংযোগ, ১২ হাজার ৬শত ট্রেড লাইসেন্স ও ৩৯৬টি প্রোপার্টি অনলাইনে নাগরিক সেবা নিতে পারবেন। এই সেবাগুলো পূর্বে ম্যানুয়াল পদ্ধিতিতে প্রদান করা হতো।
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে এ প্রকল্পের আওতায় উন্নয়নকৃত ডিজিটাল মিউনিসিপালিটি সার্ভিস সিস্টেম পাইলটিং এর মাধ্যমে বর্ণিত ০৫টি সেবা সিটি কর্পোরেশনের নাগরিকগণকে অনলাইনে প্রদান করা সম্ভব হবে। এ লক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নাগরিকগণের হালনাগাদ ডেটা এন্ট্রি আপলোড এর কার্যক্রম সম্পন্ন হয়েছে। এর ফলে নাগরিকগণ ঘরে বসেই বর্ণিত ০৫টি সেবা গ্রহণ করতে পারবেন। এতে করে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি মানসম্মত সেবা প্রদান করা সম্ভব হবে এবং নাগরিকবৃন্দের টাইম, ভিজিট, কস্ট (টিভিসি) কম লাগবে। পাশাপাশি জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে এটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।
ময়মনসিংহ বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন জেলা। বৃটিশ শাসনামলে রাজস্ব আদায় ও প্রশাসনিক সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য ১৭৮৭ সালের ১লা মে এই জেলা গঠন করা হয়। ১৮১১ সালে ময়মনসিংহ শহর হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে ১৮৬৯ সালের ৮ই এপ্রিল মূল শহরকে মিউনিসিপালিটি করা হয়। শহরের জনসংখ্যা বৃদ্ধিসহ নাগরিক সেবার চাহিদা বৃদ্ধির কারণে ২০১৫ সালের ১৪ই সেপ্টেম্বর ময়মনসিংহকে বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করা হয়। ময়মনসিংহ বিভাগ হওয়ার কারনে শহরে জনসংখ্যার চাপ আরও বৃদ্ধি প্ওায়ায় নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষে ময়মনসিংহ পৌরসভাকে বিলুপ্ত করে বর্তমান সরকার গত ১৪ই অক্টোবর ২০১৮ ইং- দেশের ১২তম সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। যার আয়তন ৯০.১৭৩ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৮ লক্ষ। সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পূর্বে বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার আয়তন ছিল ২১.৭৩ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ছিল ৪ লক্ষ। এর ফলে অবকাঠামো উন্নয়নসহ জনগনের সেবার চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!