শ্যামলবাংলা ডেস্ক : ন্যু ক্যাম্পে মেসি সুয়ারেজ তারকা যুগলের দুরন্ত পারফরম্যান্সে ভর করে এইবারকে ৩-০ গোলরে বিশাল ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। ২ গোল করেন লুইস সুয়ারেজ। মেসি পেলেন লা লিগায় তার ৪০০তম গোল। ওই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে এসেছে বার্সা। বার্সেলোনার এখন ১৯ পয়েন্ট। ১৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বি দল রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। কৌতিনহোর পাস থেকে বল পায়ে নিয়ে চোখের পলকে এইবার গোলরক্ষক আসিয়ার রিসগোকে পরাস্ত করেন লুইস সুয়ারেজ। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিও মেসি। এই গোলেও অবদান ছিল সুয়ারেজের। উরুগুইয়ান স্ট্রাইকারের কাছ থেকে বল পেয়ে নিজের স্বভাবসুলভ কৌশলে কিছুটা জায়গা করে নেন মেসি, তারপর বলটা পোস্টের কোণাকুনি দিয়ে জালে ঢুকিয়ে দেন। ওই গোলের মাধ্যমে লা লিগায় নতুন এক মাইলফলকে পা রাখেন মেসি। পূরণ করেন স্পানিস লিগে নিজের ৪০০তম গোল।
এর ৬ মিনিট পর আবারও সুয়ারেজের ঝলক। এবার সার্জি রবার্তোর পাস থেকে কঠিন অ্যাঙ্গেলে দারুণ এক গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।