শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। ১৪ অক্টোবর সোমবার দুপুরে উপজেলার কুরুয়া পশ্চিমপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় পরদিন মঙ্গলবার মেয়েটির মা বাদী হয়ে ঝিনাইগাতী উপজেলার চাপাঝোড়া গ্রামের মোফাজ্জল হকের ছেলে মাহবুবকে (১৬) আসামী করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, সোমবার বিকেলে বখাটে সজিব ৫ম শ্রেণির ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে মানুষের উপস্থিতি দেখে সুকৌশলে পালিয়ে যায় বখাটে সজিব। রাতে শ্রীবরদী থানার এসআই শফিকুল ইসলাম মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভিকটিমকে মঙ্গলবার আদালতে ২২ ধারা জবানবন্দি রেকর্ড শেষে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার বলেন, ওই ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। একমাত্র আসামীকে গ্রেফতারে চেষ্টা চলছে।
