বুধবার , ১৬ অক্টোবর ২০১৯ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার নতুন কমিটি গঠনের প্রক্রিয়া

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৬, ২০১৯ ৯:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ঐতিহ্যবাহী ও বৃহত্তম ধর্মীয় প্রতিষ্ঠান তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কার্যনির্বাহী পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রস্তুতকরণসহ আনুষঙ্গিক কাজ প্রায় শেষ হয়েছে।
জানা যায়, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও এতিমখানার কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় প্রতিষ্ঠানের গঠনতন্ত্র মোতাবেক গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন এবং সেই কমিটির কাছে দ্রুত দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে কমিটির মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। কিন্তু তারই মধ্যে সদর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় এবং বিভিন্ন মহল থেকে ওই নির্বাচনের পর মাদ্রাসার কমিটি গঠনের জন্য পরামর্শ দেওয়ায় নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রস্তুতকরণসহ আনুষঙ্গিক কাজ প্রায় সমাপ্ত হওয়া সত্ত্বেও বিভিন্ন মহলের পরামর্শের প্রতি সম্মান জানিয়ে নির্বাচনী কার্যক্রম পেছানো হয়। সেইসাথে নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠানের গঠনতন্ত্রের বিধি মোতাবেক সভাপতির উপর অর্পিত দায়িত্ব ও ক্ষমতাবলে কমিটির মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়। এখন নির্বাচনের খসড়া ভোটার তালিকা যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করে তা নোটিশ বোর্ডে দিয়ে বর্ধিত সময়ের মধ্যে নতুন কমিটি গঠনের কার্যক্রম চলছে।
এ ব্যাপারে তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ অদু জানান, নানা সমস্যার কারণে সময়মতো প্রতিষ্ঠানের কাযনির্বাহী কমিটি গঠন বা তার নির্বাচন সম্ভব হয়ে উঠেনি। তবে এখন জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনসহ স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিদের পরামর্শ মোতাবেক ভোটার তালিকা চূড়ান্তকরণ সাপেক্ষে বর্ধিত সময়ের মধ্যে সাধারণ পরিষদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের কার্যক্রম চলছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!