শ্যামলবাংলা ডেস্ক : এক বছরে বাংলাদেশে স্যামসাংয়ের কারখানায় ১৫ লাখেরও বেশি ৪জি স্মার্টফোন সংযোজন করা হয়েছে। সাড়ে সাত হাজার থেকে সর্বোচ্চ ৪০ হাজার টাকার এসব হ্যান্ডসেটের মধ্যে প্রতিষ্ঠানটির জনপ্রিয় গ্যালাক্সি এম সিরিজ এবং গ্যালাক্সি এ সিরিজের হ্যান্ডসেটও রয়েছে। বাংলাদেশে হ্যান্ডসেট সংযোজন কারখানা স্থাপনের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্যাংওয়ান ইয়ুন এবং ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেডের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব।
