বুধবার , ১৬ অক্টোবর ২০১৯ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউরোর মূল পর্বে স্পেন

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৬, ২০১৯ ৩:০৯ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : টানা ৬ ম্যাচ জয়ের পর হঠাৎ-ই ছন্দপতন। নরওয়ের মাঠে হোঁচট খাওয়ার পর সুইডেনের বিপক্ষে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল স্পেন। তবে যোগ করা সময়ের গোলে হার এড়ানোর পাশাপাশি ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বের টিকেট নিশ্চিত করেছে সাবেক বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়নরা।
১৫ অক্টোবর মঙ্গলবার রাতে স্টকহোমের ফ্রেন্ডস অ্যারেনায় ‘এফ’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। দ্বিতীয়ার্ধে মার্কাসের গোলে সুইডেন এগিয়ে যাওয়ার পর শেষ দিকে রদ্রিগোর লক্ষ্যভেদে সমতা টানে স্পেন।

Shamol Bangla Ads

পুরো ম্যাচে বল দখলে স্পেনের একচেটিয়া আধিপত্য থাকলেও আক্রমণে তারা ছিল ছন্নছাড়া। প্রথমার্ধে মাঝমাঠে ফাবিয়ান রুইস ও থিয়াগো আলকান্তারা কার্যকর ভূমিকা রাখলেও তাদের বাড়ানো বল নিয়ে ভীতি ছড়াতে পারেনি দানি সেবাইয়োস ও জেরার্দ মোরেনোরা।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে গোল খেয়ে বসে স্পেন। ছোট ডি-বক্সের মুখ থেকে মার্কাসের হেড দারুণ রিফ্লেক্সে রুখে দেওয়ার পর সেবাস্তিয়ান লারসনের শটও ঠেকিয়ে দেন দাভিদ দে হেয়া। কিন্তু আলগা বল পেয়ে গোলমুখ থেকে মার্কাসের দ্বিতীয় প্রচেষ্টা ঠেকানোর কোনো সুযোগই ছিল না ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষকের। সেই সঙ্গে এবারের ইউরো বাছাইয়ে এই প্রথম কোনো ম্যাচে পিছিয়ে পড়ার অভিজ্ঞতা হয় দলটির।

Shamol Bangla Ads

শেষ দিকে গোল পেতে মরিয়া হয়ে ওঠা স্পেন সাফল্যের দেখা পায় যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে। কর্নার থেকে উড়ে আসা বল প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মাথায় লেগে পেয়ে যান বাঁদিকে ফাবিয়ান। তার গোলমুখে বাড়ানো বল অনায়াসে জালে ঠেলে দেন আলকান্তারার বদলি নামা রদ্রিগো।

৮ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সুইডেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!