স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এবার এক ভূয়া ম্যাজিস্ট্রেট ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ অক্টোবর সোমবার সন্ধ্যায় সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের চকসাহাব্দী ফকিরগঞ্জ বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে জামালপুর সদর উপজেলার চরযথার্থপুর গ্রামের গেদা মিয়ার ছেলে মহসিন মিয়া (১৮) ও তার সহযোগী সদর উপজেলার ঘুঘুরাকান্দি কাঠালতলা গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে শুকুর আহমেদ সাঈদ (২১)। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত ২ যুবককে আদালতে সোপর্দ করা হলে ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদ তাদের জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের চকসাহাব্দী ফকিরগঞ্জ বাজারে জনৈক বোচন আলীর হোটেলে গিয়ে ওই ২ যুবক পলিথিন আছে কিনা জানতে চেয়ে তল্লাশী শুরু করে। ওইসময় হোটেল মালিক বোচন আলীসহ উপস্থিত লোকজনের জিজ্ঞাসাবাদে মহসিন মিয়া নিজেকে ম্যাজিস্ট্রেট ও সাঈদ তার সহকারী বলে পরিচয় দেয়। বিষয়টি উপস্থিত লোকজনদের মধ্যে সন্দেহের সৃষ্টি করলে এক পর্যায়ে তারা ওই ২ যুবককে আটক করে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ২ যুবককে থানায় নিয়ে যায়। ওই ঘটনায় বোচন আলীর ভাই নুর ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতারকৃত ২ যুবক অসৎ উদ্দেশ্যে ভূয়া ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মকর্তার পরিচয় দিয়ে হোটেলে তল্লাশী চালালে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে দিয়েছে। ওই ঘটনায় নিয়মিত মামলায় তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
