জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ বাল্যবিবাহ নিরোধ দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে শেরপুরের নকলায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর রবিবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ওই সমাবেশে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেনসহ স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ অংশ গ্রহণ করেন।
