স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের অফিস কক্ষে ওই গণশুনানী অনুষ্ঠিত হয়। এদিন আগত ১৩২ জন সাহায্যপ্রার্থী মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
গণশুনানীতে আগত বিভিন্নজনকে বিভিন্ন পরিমাণ আর্থিক সহযোগিতাসহ তাৎক্ষণিক বিভিন্ন সমস্যা সমাধান করা হয় এবং বাকীদের বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ অন্যান্যভাবে সাহায্য প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়। সেইসাথে যে সকল সমস্যা অন্যান্য দপ্তরে সমাধানযোগ্য সেগুলো সে দপ্তর প্রধানের সাথে কথা বলে সমাধান করার নির্দেশনা প্রদান করা হয়।
গণশুনানীকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, সহকারী কমিশনার জহিরুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
