শ্যামলবাংলা ডেস্ক : নয় বছর পর আবারও ঢাকার মাঠে খেলতে আসছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। নবেম্বরের ১৫ তারিখে ঢাকায় পা রাখার কথা রয়েছে তার দল আর্জেন্টিনার। তার নেতৃত্বে আগামী ১৮ই নবেম্বর ঢাকায় প্যারাগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ফুটবল দল। প্যারাগুয়ে ফুটবল টিমের অফিসিয়াল ফেসবুক পাতায় ওই ম্যাচের ফিক্শচার প্রকাশ করা হয়েছে।

এ অনুযায়ী, ১৫ই নবেম্বর প্যারাগুয়ে ও ভেনিজুয়েলার মধ্যেও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সর্বশেষ ২০১১ সালের ৬ই সেপ্টেম্বর ঢাকার বঙ্গবন্ধু ফুটবল স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে খেলেছিলেন গ্রহের সেরা ফুটবলার মেসি।

সূত্র : বিবিসি বাংলা
