স্টাফ রিপোর্টার ॥ ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ঢাক-ঢোল পিটিয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেরপুরে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে। ৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে শহরের প্রায় অর্ধশত ম-পের প্রতিমা শোভাযাত্রা সহকারে গোপালবাড়ী এলাকার আড়াইআনী জমিদারবাড়ির পুকুর পাড়ে এনে জড়ো করা হয়। সন্ধ্যায় একে একে সেগুলো বিসর্জন দেওয়া হয়। ওইসময় হিন্দু সম্প্রদায়ের ভক্তরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে বিভিন্ন পূজাম-পে হিন্দু নারীরা সিঁদুর খেলায় অংশ গ্রহণ করেন।
প্রায় ২ ঘন্টাব্যাপী বিসর্জন অনুষ্ঠানটি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পংকজ কুমার পাল, শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিপুলসংখ্যক মানুষ প্রত্যক্ষ করেন।

