ময়মনসিংহ প্রতিনিধি ॥ অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ৬ কোটি অনুদানের টাকায় আবারও নির্মিত হচ্ছে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের নামে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির ১ নং ভবন। ৭ অক্টোবর সোমবার বিকেলে এক আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে ময়মনসিংহের সকল বিচারকগণকে সঙ্গে নিয়ে জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন ওই নির্মাণ কাজের উদ্বোধন করেন।
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনের নির্মাণ কাজের সূচনাকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, বর্ষিয়ান আইনজীবী আনিসুর রহমান খান, এএইচএম খালেকুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি জালাল উদ্দিন খান ও সাধারণ সম্পাদক বদর উদ্দিন আহম্মেদ, গিয়াস উদ্দিন আহম্মেদ ও বাঁধন কুমার গোস্বামীসহ কয়েক শত আইনজীবী।
এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন খান জানান, অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবন নির্মাণে ৬ কোটি টাকার অনুদান দেয়ার জন্য ময়মনসিংহের সমস্ত আইনজীবীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আইনজীবীদের দেয়া এ উপহার আজীবন মনে রাখবেন।
