সোমবার , ৭ অক্টোবর ২০১৯ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুদকের তালিকায় ক্যাসিনোর ২০ জন কোটপতির নাম

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৭, ২০১৯ ৭:২৬ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : অবৈধ ক্যাসিনোর মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন এমন ২০ জনের তালিকা ইতিমধ্যে দুদকের হাতে এসেছে বলে জানিয়েছেন দুর্নীতি বিরোধী সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে বলেও তিনি জানান। ৭ অক্টোবর সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই তথ্য জানান তিনি। তবে ওই তালিকায় কাদের নাম আছে সেটা তিনি বলেননি।

Shamol Bangla Ads

দুদক চেয়ারম্যান জানান, ‘ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন এমন অভিযোগে ১৫ থেকে ২০ জনের তালিকা দুদকের হাতে এসেছে। তাদের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু হয়েছে। যদিও ক্যাসিনো সংশ্লিষ্ট অপরাধের বিরদ্ধে ব্যবস্থা নেয়া দুদকের কাজ নয়। শুধু অবৈধ সম্পদ অর্জনের অংশটুকু দুদকের তফসিলভুক্ত।’

তিনি বলেন, ‘দুর্নীতি করে অবৈধ সম্পদ অর্জন করে কেউ পার পাবে না। শিগগিরই আইনের আওতায় তাদের আনা হবে।’

Shamol Bangla Ads

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী প্রসঙ্গে সাংবাদিকদের দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। সবাইকে জবাবদিহি করতে হবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!