রবিবার , ৬ অক্টোবর ২০১৯ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুর্গোৎসবে মার্চেন্ট ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৬, ২০১৯ ২:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শেরপুরে মার্চেন্ট ক্লাবের উদ্যোগে দিনব্যাপি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর রবিবার সকালে দুর্গোৎসবের শুভ অষ্টমীতে শহরের নয়ানীবাজার মা ভবতারা মন্দির অঙ্গনে ওই রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ও মা ভবতারা মন্দির উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।
মার্চেন্ট ক্লাবের সভাপতি বিপ্লব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বর্গীয় সুরেন্দ্র মোহন সাহা ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র সরকার, মা ভবতারা মন্দিরের হরিনাম সংকীর্তন পরিচালনা কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা, শেরপুর সরকারি কলেজের অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, মার্চেন্ট ক্লাবের সাধারণ সম্পাদক টুকন সাহা, নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুরের আহবায়ক আবুল কালাম আজাদ, শেরপুর জেলা রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আজিজুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। কারণ সনাতনী ধর্ম বিশ্বাসীদের এই পুঁজা নিজেদের হলেও পুঁজাকে কেন্দ্র করে যে উৎসব, যে আয়োজন তার সব কল্যাণ ও আনন্দ সবার। শান্তি-সম্প্রীতি-সাম্যের আহ্বান সর্বজনীন।
শেরপুর মার্চেন্ট ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাজন সরকার রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহবায়ক অমিত পাল, সদস্য সচিব রবিন সাহা, শেরপুর জেলা রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
এদিকে দুর্গাপুঁজা উপলক্ষে মার্চেন্ট ক্লাবের উদ্যোগে ষষ্ঠীতে গরিবদের মাঝে বস্ত্র বিতরণ, সপ্তমীতে বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের বসার জন্যে ছাউনি নির্মাণ, অষ্টমীতে সবার জন্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়া নবমীতে সাধারণ মানুষের জন্যে মেডিকেল ক্যাম্প, ব্যবস্থাপত্র ও ঔষধ বিতরণ কার্যক্রম রয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!