ময়মনসিংহ প্রতিনিধি ॥ অবৈধ মাদকদ্রব্য কেনা-বেচার খবর পেয়ে গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাব-১৪। র্যাব-১৪ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ তফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ০৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় র্যাব-১৪, সিপিএসসি, আকুয়া বাইপাস, ময়মনসিংহ ক্যাম্পের একটি টীম অবৈধ মাদকদ্রব্য কেনা-বেচার খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাফিজুল ইসলাম বাবু ও সহকারী পুলিশ সুপার, মোঃ তফিকুল আলমের নেতৃতে ময়মনসিংহের বাদেকল্পা এলাকায় অভিযান চালিয়ে মোঃ উজ্জল মাহমুদ (৩০) পিতা-মোঃ আব্দুল রাজ্জাক, সাং-বাদেল্পা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে করে। এসময় হেফাজত হতে ০১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত উজ্জল মাহমুদ জিজ্ঞাসাবাদে জানায়, এলাকার ভূমি সম্পর্কিত বিভিন্ন বিরোধের মধ্যস্থতাকারী হিসেবে সে কাজ করত এবং এ সময় পেশী শক্তি প্রদর্শনের জন্য অবৈধ অস্ত্র ব্যবহার করে থাকত।
গ্রেফতারকৃত আসামী অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে কোতোয়ালী মডেল থানায় অস্ত্র আইন অনুযায়ী মামলা রুজু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।