ময়মনসিংহ প্রতিনিধি ॥ র্যাব-১৪ ময়মনসিংহের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪টি ট্রেনের টিকিটসহ একজন কালোবাজারিকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। তাকে এক বছরের কারাদ- প্রদান করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
র্যাব-১৪ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ তফিকুল আলম জানান, র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবদের ভিত্তিতে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন রেলস্টেশন এলাকায় টিকিট কালোবাজারি চক্র ট্রেনের টিকিট বিক্রির সংবাদ প্রাপ্তহয়ে ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জুবায়ের হোসেন’গণের নেতৃত্বে একটি আভিযানিক দল ৪ অক্টোবর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আলমমিয়া (৩৫), পিতা- মতিমিয়া, সাং-উত্তর মোড়াইল, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া’কে বিভিন্ন রুটের ২৯ আসনবিশিষ্ট ১৪ টিটিকেটসহ গ্রেফতার করা হয়।
র্যাব-১৪ মিডিয়া অফিসার আরো জানান, কালোবাজারে টিকিট বিক্রির দায়ে আসামী মোঃ আলমমিয়া (৩৫) কে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জুবায়ের হোসেন তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ লঙ্ঘন করার আপরাধে ০১ বছরের বিনা শ্রম কারাদ- প্রদান করেন।