আবেদন
এ,বি,এম মাইনুল হাসান (রাসেল)
প্রধানমন্ত্রীর কাছেই আবেদন আমার
দ্বিতীয় কেউ নাই।
এভাবে কেন আমরা গরীব
খাওয়ার অভাবে মরে যাই।
ধান আমাদের প্রধান শষ্য
বাংলার কৃষকরাই উৎপাদন করি।
সকলেই খেয়ে বাঁচে পান
শুধু আমারাই না খেয়ে মরি।
দেশের নাগরিক আমরা ধনী গরীব
ভেদা ভেদ বিশ্বে আছে
হিসাব করুন কার কত রোজগার
কোথা থেকে কিভাবে আসে।
আপনি যদি হিসাব চান
আপনার অধিনস্তদের কাছে
দেখবেন আমরা যা উৎপাদন করি
তাতেই আমাদের বাঁচে।
ধনী গরীবের এত ভেদাভেদ কেন
ধরবেন আপনি কষে
দেখবেন সোনার দেশটি আপনার
সঠিক ভাবে চলছে।
দুর্নীতি কেন আমার দেশে
স্বাধীন কেন হয়েছে?
বঙ্গবন্ধর সোনার বাংলায়
আমরা রয়েছি আপনার সাথে।