শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ৫ অক্টোবর শনিবার দু’দেশের মধ্যে ৭ টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। উদ্বোধন হয়েছে আরও ৩ টি যৌথ প্রকল্প। নয়াদিল্লীর হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠকে শেষে দু’দেশের মধ্যে ওইসব সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। দেশের সরকার প্রধানের উপস্থিতিতে ওই চুক্তি সই ও চুক্তিপত্র বিনিময় হয়। এছাড়া হাসিনা ও মোদি যৌথভাবে ৩ টি দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এর আগে দু’দেশের নেতাদের মধ্যে একটি ব্যক্তিগত বৈঠক হয়।

এদিকে, শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেয়ার বিষয়টি পুর্নব্যক্ত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ‘প্রাণবন্ত কথোপকথন’ হয়েছে।
ওইসময় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা দাশ গাঙ্গুলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভারত সফর শেষে আগামী রবিবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা।
