শ্যামলবাংলা ডেস্ক : বর্তমান কমিটি দীর্ঘ দশ বছরের বেশি সময় পাড় করার পর, অবশেষে দলের ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে আহ্বায়ক ও এডভোকেট মো. ফজলুর রহমানকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১৭৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে বিএনপি। সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ ওই তথ্য জানিয়েছেন।

এর আগে, চলতি বছরের ৩১ জানুয়ারি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল ফোরাম পুনর্গঠনের। তাকে বছরের এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিলেও ওই সময়ের মদ্যে কমিটি পুনর্গঠিত হয়নি। এরপর অন্তত ৫ মাস পর আহ্বায়ক কমিটি গঠন করলো বিএনপি।
এ আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলেও জানিয়েছেন বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ।
