শ্যামলবাংলা ডেস্ক : চলচ্চিত্রের উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। এফডিসিতে আগের মতো অনিয়ম চলবে না। ০৫ অক্টোবর শনিবার দুপুরে চট্টগ্রামের প্রথম সিনেপ্লেক্স সিলভার স্ক্রিনে আয়োজিত ‘বাংলাদেশের চলচ্চিত্র শিল্প এবং বিশ্বায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ওইসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, এফডিসিতে দেখা যাচ্ছে—কোনো যন্ত্রপাতি ক্রয় করা হলো, কিন্তু সেটি চালানোর মতো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়নি। একটি যন্ত্রপাতি কেনার সময় কিছু পার্টস মিসিং থাকায় সেটি ব্যবহার করা যাচ্ছে না। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এ রকম কাজ হয়ে আসছে। এগুলো চিহ্নিত করে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এফডিসিতে আগের মতো এসব অনিয়ম চলবে না।
তিনি বলেন, দেশের চলচ্চিত্রের সংকটকাল গেছে, এখন উত্তরণ ঘটছে। সরকারের পক্ষ থেকে এখন নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। চলচ্চিত্রের জন্য আগে ৫ কোটি টাকা অনুদান দেওয়া হতো। এখন দেওয়া হবে ১০ কোটি টাকা।

তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপির পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে, সেটি হচ্ছে দুর্নীতির সাথে রাষ্ট্র যেন আপোষ করে। এটি করা তো সম্ভবপর নয়। বিএনপি একবার এ কথা বলছে, আবার তারা বলছে, আইনের প্রক্রিয়ার মাধ্যমে মুক্ত করবে। আবার বলে রাষ্ট্রপক্ষ যেন বিরোধিতা না করে। আবার বলে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। আমি বলবো, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি একেবারেই আদালতের এখতিয়ার। জামিনের বিরোধিতা না করে তাদের আবদার পূরণের কোন সুযোগ নেই।
