ads

বুধবার , ২ অক্টোবর ২০১৯ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশিষ্ট কবি খাদিজা বেগম’র কবিতাগুচ্ছ

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২, ২০১৯ ৮:০৩ অপরাহ্ণ

ভালোবাসি
খাদিজা বেগম

Shamol Bangla Ads

ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
যতো বলি ততো ভালো লাগে,
বারে বারে ফিরে ফিরে ভালোবাসি
এ কথাটি বলার ইচ্ছা জাগে।

ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
যতো শুনি ততো চাই যে শুনতে,
ভালোবাসার সঙ্গী যদি থাকে দূরে
হৃদয় পুড়ে প্রহর হয় গুণতে ।।

Shamol Bangla Ads

ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
ভালোবাসার কাছে কত যে ঋণ,
ক্ষণে ক্ষণে পৃথিবীর সব রং রূপ বদলায়
ভালোবাসা হয়ে রয় যে রঙিন।

ভালোবাসি এতো দামী মধুর কথা
কে বলেছে? শুনেছে কার অন্তর ,
কে লিখেছে? কে পড়েছে? প্রথম বার
কারো কাছে আছে কি তার উত্তর।

কোথা থেকে শুরু হলো ভালবাসা?
জানি না তো আছে কি না এর শেষ,
জানি শুধু ভালবাসা ছিল আছে
ভালোবাসায় দূর হয় যন্ত্রণা ক্লেশ।

………………………………………..
বিশ্ব বিবেক
খাদিজা বেগম

বিশ্বটা আজ ভরে আছে
চরণ চাটা কুকুরে,
বিবেক শূন্য মানব গুলো
অন্ধ যে দিন দুপুরে।

চাঁদাবাজি টেন্ডারবাজি
হর হামেশা চলছে বেশ,
নেশায় নেশায় স্বপ্ন মরে
যুব সমাজ হলো শেষ।

রাঘব বোয়াল অথৈ জলে
ধরা ছোঁয়ার কত দূরে,
নিত্য ধরি চুনা পুঁটি
মানবতা ছাই পুড়ে।

বিশ্ব বিবেক জেগে দেখ
একবার দেখো না চেয়ে,
রাজায় রাজায় যুদ্ধ করে
প্রজা মরে না খেয়ে।

শাসন নামে শোষণ চলে
রোহিঙ্গা হয় প্রজাগণ,
রাজ্য নয়তো রাজার সম্পদ
রাজ্যের মালিক জনগণ।

একবার পেলে রাজ্য হাতে
দখল রাখে যুগ যুগে,
চোরে চোরে দোস্তি গড়ে
ব্যালট ভরে সুযোগে।

বিদ্যালয়ে আজ শিক্ষা নেই
হেঁটে চলার নেই ফুটপাত,
মানবের নেই সাহস শক্তি
অন্যায়ের নেই প্রতিবাদ।

সত্য কথা বলতে মানা
গণতন্ত্র হীন রাজ্যে,
সঠিক পথে চলতে মানা
আর কুলায় ধৈর্যে।

নিত্য নিত্য মরার চেয়ে
বীরের বেশে মরবো আজ,
মরার আগে গড়ে যাবো
সুখী সুন্দর এ সমাজ।।

…………………………………

হে মানব
খাদিজা বেগম

বাঁচাও আজকে থাকে বেঁচে থাকার উৎস
নিজেকে নিজে কখনো ভেবো না আর নিঃস্ব,
উদ্যোগী হয়ে জাগো ,উদ্যোগ নেও আজি
এই তোমাকে চিনুক ,জানুক সারা বিশ্ব।

অকর্মা অ-শরমা না না আর হে মানব
নিজে নিজের প্রয়াসে হবে তুমি পরিশ্রমী,
টাকায় কেনা যায় না মান-সম্মান দাম
পরিশ্রমীরা হয় সময়ের সাথে দামী ।

অনুশীলন করো স্নেহ,মায়া – মমতা
ধর্ম , পবিত্রতা ,ন্যায় নীতি মূল্যবোধ,
বিশুদ্ধ চেতনায় জাগাও মনুষ্যত্ব
নির্মূল করো সব হিংসা প্রতিশোধ।

চর্চায় রাখো তুমি সুবিচার সুআচার
শ্রদ্ধা, ভক্তি, প্রেম ,সুদীক্ষার সুশিক্ষার।
না প্রয়োজন হবে না ,এ জীবনে ভিক্ষার
নিজে খুলবে নিজের ,সৌভাগ্যের দ্বার।

শৃঙ্খলার শিকলে বাঁধো নিজেকে নিজে
হবে না তুমি ও মন অশ্রুর এ কারণ,
প্রতিবাদ করো তুমি প্রতিরোধ গড়ো
সকল পাপ কর্মে করো তুমি বারণ।

ভালোবেসে হবে তুমি মানবতাবাদী
নির্ভর নির্ঝর কাজ করবে সমাজে,
হয়ে রবে সংযমী দিবে না উস্কানি
অন্যায় কারী হয় অশ্লীল পঁচা বাজে

ধরো না কু-সঙ্গ করো না তুমি নেশা
অন্যজনের প্রতি রেখো না কু-দৃষ্টি,
হবে দায়িত্ববান পাবে শীর্ষ স্থান
এটাই যেন হয় আমাদের সু-কৃষ্টি।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!