নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেছেন, বাংলাদেশ ভিক্ষুকের দেশ না, এদেশ একটি উন্নত দেশ। বাংলাদেশ বর্তমানে বিশে^র বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাই কোন ভিক্ষুককে আর ভিক্ষা দেবেন না। ভিক্ষার পেশা সম্মানের না। আপনারা যদি ভিক্ষা না দেন তাহলে ভিক্ষুকরা আর ভিক্ষা করতে পারবে না। শেরপুর জেলাকে ভিক্ষুকমুক্ত করতে সকল ভিক্ষুককে পুনর্বাসন করতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। তিনি ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শেরপুরের নকলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নকলা ইউনিয়ন ভিক্ষুকমুক্ত ঘোষণা ও ভিক্ষুক পুনর্বাসন এবং মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, নকলা থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান সুজা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন।
অনুষ্ঠান শেষে নকলা ইউনিয়নের ৩৬জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়।
