জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) : ’কন্যা শিশুর অগ্রযাত্রা– দেশের জন্য নতুন মাত্রা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৩০ সেপ্টেম্বর সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস-চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবী মহিলা সংস্থার সভানেত্রী ও সদস্যবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
