শ্যামলবাংলা ডেস্ক : প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশর যুবারা। ১৭৭ রানের লক্ষ্য পেরিয়ে গেছে ৬৮ বল বাকি থাকতে। নিউ জিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে কম রানে থামান ২ বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ও শরিফুল ইসলাম। ব্যাটিংয়ে দলকে পথ দেখান অধিনায়ক আকবর আলী। তার ফিফটিতে সহজ জয় দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে রবিবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউ জিল্যান্ডের। প্রথম ওভারে রাইস মারিউকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে দেন শরিফুল। লেগ স্টাম্পে পরে সুইং করে বেরিয়ে যাওয়া বল উড়িয়ে দেয় ব্যাটসম্যানের অফ স্টাম্প। কনর আনসেলকে বোল্ড করে শিকার শুরু করেন মৃত্যুঞ্জয়ও।
সফরকারীদের দারুণ বোলিংয়ে রানের জন্য সংগ্রাম করতে হয়েছে কিউই ব্যাটসম্যানদের। ৩০ ছুঁতে পেরেছেন কেবল দুইজন। ওলি হোয়াইট করেন ৩০, কিপার বেন পোমার ফিরেন ৪০ রান করে।
২১ রানে ৩ উইকেট নেন মৃত্যুঞ্জয়। শরিফুল ৩ উইকেট নেন ৪৪ রানে।
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরেন পারভেজ হোসেন। বাঁহাতি স্পিনার জেসে টাসকফের বলে ক্যাচ দিয়ে ফিরেন আরেক ওপেনার তানজিদ হাসান।
মাহমুদুল হাসান ও তৌহিদ ফিরেন থিতু হয়ে। আরডি জ্যাকসনের অফ স্টাম্পের বাইরের সাদামাটা এক ডেলিভারিতে কাট করতে গিয়ে শেষ হয় মাহমুদুলের ২৮ রানের ইনিংস। টাসকফকে বেরিয়ে এসে ওড়ানোর চেষ্টায় সীমানায় ধরা পড়েন হৃদয়।
৯৯ রানে প্রথম চার উইকেট হারানো বাংলাদেশকে জয়ের ঠিকানায় পৌঁছে দেন আকবর ও শাহাদাত। বোলারদের ওপর চড়াও হয়ে দ্রুত রান তোলেন বাংলাদেশ অধিনায়ক। শাহাদাতের সঙ্গে ৮১ রানের জুটিতে তারও অবদান ৬৫। এই রান করতে ৬১ বলে হাঁকান ১১ চার। সাবধানী ব্যাটিংয়ে এক চারে ২৪ রানে অপরাজিত থাকেন শাহাদাত।
একই ভেন্যুতে আগামী ২ অক্টোবর বুধবার হবে দ্বিতীয় ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল : ৪৮ ওভারে ১৭৬ (মারিউ ২, জোহরাব ১৮, আনসেল ২৪, হোয়াইট ৩০, টাসকফ ১, লেলম্যান ২১, পোমারে ৪০, অশোক ১৪, ফিল্ড ১৭, ডিকসন ২*, জ্যাকসন ০; শরিফুল ৯-০৪৪-৩, তানজিম ১০-১-৪১-১, মৃত্যুঞ্জয় ৯-০-২১-৩, রকিবুল ১০-১-২৫-১, শামিম ১০-০-৪২-২)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ৩৮.৪ ওভারে ১৮০/৪ (তানজিদ ২৮, পারভেজ ২, মাহমুদুল ২৮, হৃদয় ২৬, শাহাদাত ২৪*, আকবর ৬৫*; টাসকফ ১০-০-৩৭-২, জ্যাকসন ৭-০-৪০-১)
ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে জয়ী।