শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী সীমান্ত থেকে ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ ৩ যুবককে গ্রেফতার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ-বিজিবি। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা এলাকা থেকে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি টহলদল তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে জামালপুরের ইসলামপুর উপজেলার ফুলকারচর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে ছানোয়ার হোসেন (১৯), একই গ্রামের নায়েব আলী ব্যাপারীর ছেলে জামাল উদ্দিন (৩১) ও রাজা মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৬)। ওইসময় তাদের দেহ তল্লাশি করে ১৪ পিচ ইয়াবা, একটি বাজাজ প্লাটিনা ১০০ সিসি মটর সাইকেল, নগদ ১৫ হাজার ৪৩০ টাকা, ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়। ওই ঘটনায় কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার খন্দকার আব্দুল হাই বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার রাতে ধৃত ৩ জনকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।