শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহিম (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে। ২৮ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামে বিদ্যুতের ছেঁড়া তার সংযোগ দিতে গিয়ে ওই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম স্থানীয় মৃত শামছুল হকের ছেলে। নিহত আব্দুর রহিমের স্ত্রী, ২ মেয়ে ও ২ ছেলে সন্তান রয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত দুই মাস আগে কৃষক আব্দুর রহিম তার প্রতিবেশী মুক্তিযোদ্ধা মহির উদ্দিনের বাড়ি থেকে অবৈধভাবে বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুৎ সংযোগ নেয়। শনিবার বিকেলে তার ঘরের বিদ্যুৎ সংযোগের আর্থিংয়ের তার ছিড়ে যায়। ওই তার সংযোগ দিতে গিয়ে আব্দুর রহিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে বাড়ির লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে বাড়ির উঠানে নিয়ে তার মাথায় পানি দেয়। ওই অবস্থায় মারা যায় আব্দুর রহিম। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেলুয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিঞা জানান, বিষয়টি থানায় জানানো হয়েছে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ওই ঘটনায় থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।
