নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে রান্নাঘর থেকে ছাহারা খাতুন (৫৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকালে পৌরশহরের গড়কান্দা মহল্লার টেম্পুস্ট্যান্ড এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। ছাহারা খাতুন উপজেলার চেল্লাখালী গ্রামের ইদু মিয়ার প্রথম স্ত্রী। ইদু মিয়া তাঁর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নিজ গ্রামেই বসবাস করতেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছাহারা খাতুন একা গড়কান্দা মহল্লার মোফাজ্জল হোসেনের পরিত্যক্ত ভিটায় বসবাস করতো। ছাহারা খাতুনের অভাব অনটনের মধ্যে জীবন কাটতো। বৃহস্পতিবার রাতে কোনো এক সময় ছাহারা খাতুন টেম্পুস্ট্যান্ড এলাকায় সবার অজান্তে তাঁর ভাই হাসমত আলীর বাড়ির রান্নাঘরে প্রবেশ করে। শুক্রবার সকালে হাসমতের স্ত্রী রান্না করতে গিয়ে ভিতর থেকে রান্নাঘরের দরজা বন্ধ পায়। দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখে ছাহারা খাতুন বাঁশের ধন্যার সাথে রশিতে ঝুলে আছে। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে ছাহারা খাতুনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাহারা খাতুন দারিদ্রতার কারণে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত শেষে পরিস্কার ধারণা পাওয়া যাবে।
