শনিবার , ২৮ সেপ্টেম্বর ২০১৯ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আফগানিস্তানে কড়া নিরাপত্তায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট শুরু

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০১৯ ১২:৫৫ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : তালেবানের হুমকির মুখে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবারের এই নির্বাচনকে ঘিরে দেশটিতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। দেশ জুড়ে মোতায়েন করা হয়েছে ৩ লাখ নিরাপত্তাকর্মী। এছাড়াও আছেন ১ লাখ পর্যবেক্ষক। খবর বিবিসির
এবারের নির্বচনে ভোটার ৯৭ লাখ, তাদের মধ্যে ৩৩ লাখ নারী। আগামী ১৯ অক্টোবর নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। সেখানে বিজয়ী ১৫ জন প্রার্থীকে নিয়ে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। পরে ৭ নভেম্বর দেওয়া হবে চূড়ান্ত ঘোষণা।
এর আগে গত বুধবার রাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। এবারের নির্বাচনে প্রার্থী ১৮ জন। তবে স্থানীয় গণমাধ্যমের মতে, নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানি, গুলবুদ্দিন হেকমতিয়ার আর আবদুল্লাহ আবদুল্লাহর মধ্যে।
উল্লেখ্য, আফগানিস্তানে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৪ সালে। সেই নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আশরাফ ঘানি ও আব্দুল্লাহ আব্দুল্লাহর কেউই পরিষ্কার বিজয় লাভ করতে পারেননি। দুই জনই পরস্পরের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুললে দেশটিতে অচলাবস্থার সৃষ্টি হয়। নির্বাচনের দুই মাস পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আশরাফ ঘানি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আর আব্দুল্লাহ আব্দুল্লাহ লাভ করেন নবগঠিত প্রধান নির্বাহীর পদ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!