রাজশাহী : ২০২১ সালের আগেই দেশে দ্রুতগতির ইন্টারনেট ফাইভজি চালু করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর গোরহাঙ্গায় টেলিটকের এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের মোস্তফা জব্বার এ কথা জানান।
মোস্তাফা জব্বার বলেন, নির্বাচনী ইশতেহারে ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ফাইভজি নেটওয়ার্ক চালুর কথা বলা হয়েছে। কিন্তু আমরা ২০২১ সালের আগেই ফাইভজি নেটওয়ার্ক চালু করতে পারব।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাসসহ টেলিটক, প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।