শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচী’র আওতায় দুগ্ধদায়ী মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা, ব্যবস্থাপত্র ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী প্রদানের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে হেল্থ ক্যাম্প। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ওই হেলথ ক্যাম্পের আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়। পৌর শহরের শহীদ শাহ মুতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রম স্মৃতি অডিটরিয়ামে অনুষ্ঠিত হেল্থ ক্যাম্পে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন পৌর মেয়র আবু সাইদ।
ওই অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, পৌর কাউন্সিলর সেলিম মিয়া প্রমুখ। ওই সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানভীর আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর, সাংবাদিক ও সুধীবৃন্দ। হেল্থ ক্যাম্প কর্মসূচীতে শ্রীবরদী পৌরসভার ৪শ উপকারভোগী স্বাস্থ্যসেবা গ্রহণ করে।
