বাবুইপাখির বাসা
পারভেজ
দুষ্ট আঁখির বাবুইপাখি
গড়তো কতো বাসা
তালেরগাছে ডালে ডালে
ঝুলতো ঠাসা-ঠাসা।
ঠাসা বাসায় ভাষা হতো
কিচিরমিচির কতো
লাগতো আহা শুনতে যেনো
চিকন বাঁশির মতো।
বাঁশির মতো কতো শতো
ডাকতো সকাল ভোরে
আহার করতে ছুটতো পাখি
দূর থেকে ঐ দূরে।
দূরে দূরে উড়ে উড়ে
ফিরতো যখন ঘরে
এই বাসাটি আমার গড়া
বলতো গর্ব করে।
গর্ব ওদের খর্ব করার
নেইতো কোন কথা
বাসা গড়ার ঠিক কারিগর
এই কথাটি যথা।
বলছি যথা এই সে কথা
আর দেখি না তা
সোনালী সেই দিনটি খুঁজি
হারিয়ে গেছে যা।
……………………………….
প্রেম
মোঃ হা ন জা লা
প্রেম তো
নিশি ঝরা সবুজ ডগার
কোন শিশির বিন্দু নয়!
পূর্ব দিগন্তে ঐ উদিত
রবি কিরণে, বিলীন হয়ে যাবে…
প্রেম তো গড়ে উঠা বিশাল সমুদ্র!
প্রেম তো
দিবস গড়ানো শেষ বেলার
কোন ডুবুডুবু সূর্য নয়!
পশ্চিম আকাশেরই
গোধূলীর লগ্নে, হারিয়ে যাবে…
প্রেম তো বুকের মধ্যে জাগ্রত সত্ত্বা!
প্রেম তো
এক দেখার হঠাৎ পরিচিত
কিছুক্ষণ গল্পের বন্ধু নয়!
সময়ের বিবর্তনে
কোন একদিন চিরতরে ভুলে যাবে…
প্রেম তো দেহে আসা প্রথম যৌবন!