ads

বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০১৯ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নুরুল ইসলাম মনি ও মোস্তাফিজুল হক’র কবিতা ‘শরৎকালীন রূপ ও ইচ্ছেনদী’

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০১৯ ৫:২৯ অপরাহ্ণ

শরৎকালীন রূপ
নূরুল ইসলাম মনি

Shamol Bangla Ads

পূর্বাকাশে রোদ উঠেছে
পশ্চিমে সব নীল,
পাতার ফাকে ঐ দেখা যায়
উড়ছে জোড়া চিল।

চিলের ডানে পাচ্ছে শোভা
সাদা মেঘের দল,
মেঘ ও রোদের লুকোচুরি
প্রাণ খোলা উচ্ছ্বল।

Shamol Bangla Ads

নদীর পারে দোলায় মাথা
শুভ্র কাশের ফুল
ঘরের পাশে শিউলি ফুটে
প্রাণ করে আকুল।

এটাই আমার শরৎকালীন
বাংলাদেশের রূপ,
দেখলে আমার মনের মাঝে
সুখ ঝরে টুপ টুপ।

…………………………………

ইচ্ছেনদী
মোস্তাফিজুল হক

সহসা খুব মনে হলো নদীর চরে যাই,
এই শরতে সাদা কাশের পরশ পেতে চাই।
কিন্তু বড় দুখের কথা নদী হেথায় নাই!
ভাবছি বসে উদাস হয়ে নদী কোথায় পাই?

হঠাৎ দেখি চোখের ‘পরে ইচ্ছেনদীই ভাসে,
পালতোলা নাও শতশত হৃদয় ঘাটে আসে!
মনমাঝিরা বলে আমায় থমকে কেন ঠাঁয়?
উঠে এসো হৃদয় ঘাটের ময়ূরপঙ্খি নায়!

আমায় নিয়ে সে নাওখানি ভাসে উজান গাঙে,
শাপলাকলি কলমিলতা খুব হেসে মন রাঙে।
হাঁসগুলো আর চকাচকি শুধায় হেসে হেসে,
কবি তোমার ভাবনাগুলো গড়ো ছড়ার বেশে।

কাশের চরে গিয়ে দেখি মস্ত আয়োজন,
মাখনসাদা কাশের সাথে মেঘ নামানো ক্ষণ!

শরৎ নাকি উদাস চোখে কাব্যকলায় পায়,
কবির হৃদয় উদাস আঁখি ভরিয়ে দিতে চায়!
ঘুরেফিরে মুগ্ধ হ’লাম শরৎ ভালোবেসে,
ভাবের নায়ে ফিরে এলাম অযূত কবির দেশে!

………………………………………………..

মহররম
জান্নাতুল ফেরদৌসী মিশু
………………………………….
পৃথিবী শুরুতে আরবি ভাষা-
ছিলো বিদ্যামান,
আরবী মাসের প্রথম নাম
“মহররম”।
মহররম মাসের প্রথম রাতে
চাঁদ উঠে ওই আকাশে,
দেখছে সবাই আল্লাহর সৃষ্টি-
কত সুন্দর এই দুনিয়ায়।
ঈমান আনো মুসলমানগণ
নেক বান্দা হও আল্লাহ্ তা’য়ালার,
এর থেকেও সুন্দর কিছু আছে,
বেহেশতের বাগান।
আরবী মাসের প্রথম দিন থেকে
ঈমান আনো সকলে,
ইসলামের নিয়ম জীবন চালাও
পাপ থেকে হও মুক্ত।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!