স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা আইনজীবী সমিতির ষান্মাষিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে সমিতির ২নং বার ভবন মিলনায়তনে আয়োজিত ওই ষান্মাসিক সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ্ব এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী। সভায় ষান্মাষিক রিপোর্ট পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী ও অডিট রিপোর্ট পেশ করেন অডিটর এডভোকেট রওশন কবীর আলমগীর।
এরপর মুক্ত আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম ও এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ ও এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব। ওইসময় মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আব্দুল কাদের খান, এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, এডভোকেট তৌহিদুর রহমান তৌহিদ, এডভোকেট সাখাওয়াত উল্লাহ তারা, এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, এডভোকেট এমকে মুরাদুজ্জামান ও এডভোকেট আবুল মানসুর স্বপন।
পরে আইনজীবীদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন জেলা ও দায়রা জজ মুজিবুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দাসসহ অন্যান্য বিচারকগণ।