শ্যামলবাংলা ডেস্ক : ফের বিধ্বস্ত হল ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি যুদ্ধ বিমান। বুধবার সকালে মিগ-২১ বিমান বিধ্বস্ত হয় বলে দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। মধ্য প্রদেশের গোয়ালিয়র শহরের বিমান ঘাঁটির কাছে সকাল ১০ টা নাগাদ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে বলে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। প্রশিক্ষণ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
তবে ওই বিমানে থাকা দুই পাইলট অক্ষত অবস্থায় আছেন। দুই পাইলটের একজন গ্রুপ ক্যাপ্টেন এবং স্কোয়াড্রন লিডার নিরাপদে প্যারাশ্যুট নিয়ে বিমানের বাইরে বেরিয়ে আসেন।
তবে ঠিক কি কারণে বিমান বিধ্বস্ত হল তার কারণ জানা যায়নি। আইএএফ’র পক্ষ থেকে এই ঘটনার তদন্ত করা হবে বলে খবরে বলা হয়েছে।