নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৫ সেপ্টেম্বর বুধবার নালিতাবাড়ীর সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির উদ্যোগে তথ্য অধিকার বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের মিলনায়তনে আয়োজিত কুইজ প্রতিযোগিতা শেষে টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক এস এম আতিকুর রহমান সুমনের সঞ্চালনায় সনাক সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সনাক সদস্য এস এম রফিকুল ইসলাম, প্রেসক্লাব, নালিতাবাড়ীর সভাপতি এমএ হাকাম হীরা, সহ-সভাপতি লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আহসান, কলেজের অধ্যক্ষ একে এম মোবাশে^রুল মঞ্জিল, উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সোহেল প্রমুখ।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।