স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা হোটেল-রেস্তোঁরা ও সুইট মিট মালিকদের সাথে পরিবেশ ব্যবস্থাপনা ও ছাড়পত্র বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে শহরের নিউমার্কেটস্থ হোটেল আলীশানের তৃতীয় তলায় আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফরিদ আহমদ।
শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল নোমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আল মাহমুদ, হিসাবরক্ষক হাবিবুর রহমান, জেলা হোটেল-রেস্তোঁরা ও সুইট মিট মালিক সমিতির সভাপতি আনোয়ারুল হাসান উৎপল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক প্রমুখ।
মতবিনিময় সভায় হোটেল-রেস্তোরার রান্নাঘরসহ খাবার সংরক্ষণের সুষ্ঠু ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয়। সেইসাথে পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক ছাড়পত্রের বিষয়ে সকলকে সচেতন করা হয়। সভায় জেলার প্রায় অর্ধশতাধিক হোটেল-রেস্তোঁরা ও সুইট মিটের মালিক ও প্রতিনিধিগণ অংশ নেন।
