ads

সোমবার , ২৩ সেপ্টেম্বর ২০১৯ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওপার বাংলায় আলেকজান্ডার-মুনমুন

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ১০:০৭ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : দীর্ঘ ১৬ বছর পর আবারও জুটি বেঁধে অভিনয় করেছেন ‘পদ্মার প্রেম’ সিনেমায়। হারুন-উজ-জামান পরিচালিত ওই সিনেমায় নায়ক-নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন আলেকজান্ডার-মুনমুন। ২০ সেপ্টেম্বর শুক্রবার কলকাতায় সিনেমাটি ‘পদ্মার ভালোবাসা’ নামে মুক্তি পেয়েছে।

Shamol Bangla Ads

‘ক্ষ্যাপা’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন ঢাকাই চলচ্চিত্রের পরিচিত নাম আলেকজান্ডার বো ও মুনমুন। তারপর বেশ কিছু সিনেমা উপহার দেন তারা। ২০০৩ সালে ‘মহিলা হোস্টেল’ সিনেমায় সর্বশেষ দেখা যায় এই জুটিকে। সিনেমাটিতে তাদের দুজনের একাধিক গান রয়েছে। ‘আমি তোমাকে ঢাকিয়া রাখিবো’ শিরোনামের একটি গানের অংশ বিশেষ অন্তর্জালে প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, নির্জন রাতে আলেকজান্ডার ও মুনমুন খুনসুটিতে মেতেছেন। এরপর চলে তাদের বিয়ের আয়োজন।

উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রের অ্যাকশন ঘরানার সিনেমায় অভিনয় করে পরিচিতি লাভ করেন আলেকজান্ডার বো। ১৯৯৫ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘লম্পট’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। এ পর্যন্ত শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। মাঝে দীর্ঘ সময় চলচ্চিত্রাঙ্গণ থেকে দূরে থাকলেও আবারও নিয়মিত কাজ করছেন এই জনপ্রিয় অভিনেতা।

Shamol Bangla Ads

এদিকে, ১৯৯৬ সালে চলচ্চিত্রে অভিষেক হয় মুনমুনের। ক্যাপ্টেন এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ সিনেমায় প্রথম কাজ করেন তিনি। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এরপর ‘টারজান কন্যা’, ‘মৃত্যুর মুখে’, ‘রাজা’, ‘মরণ কামড়’, ‘রানী ডাকাত’, ‘আজকের সন্ত্রাসী’সহ অসংখ্য সুপারহিট সিনেমায় অভিনয় করেন মুনমুন। এ পর্যন্ত তার অভিনীত চলচ্চিত্র সংখ্যা ৮৫টি। যার বেশির ভাগ ছবিই ব্যবসাসফল।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!