নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। এরা হচ্ছেন সদর উপজেলার খুনুয়া বটতলা গ্রামের সামছুল হকের ছেলে সিএনজি চালক বিল্লাল হোসেন (৪০), নকলা উপজেলার চন্দ্রকোনা এলাকার হাবিবুর রহমান (৫৫) ও আরও এক অজ্ঞাতনামা ব্যক্তি। ২২ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় উপজেলার গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া এলাকায় ঢাকা-শেরপুর মহাসড়কে ওই সড়ক দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুরআলগা গ্রামের হালিমা বেগম (৩৫), রামপুর এলাকার দুদু মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৮) ও জামালপুর সদর উপজেলার কাজীয়ারচর এলাকার মেহেদী হাসান (২২)সহ ৩ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে শেরপুরগামী এফ.জেড লাইন নামে একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিক্সার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ড্রাইভার বিল্লাল হোসেন ঘটনাস্থলেই মারা যায়। সেইসাথে আহত হয় সিএনজি অটোরিক্সার ৫ জন যাত্রী। পরে স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ৪জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে হাবিবুর রহমানসহ আরও এক অজ্ঞাত ব্যক্তি মারা যায়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ ঘটনার সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক বাস ও সিএনজিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক পলাতক রয়েছে।
