স্বপ্নে লিখেছি চিঠি তোমায় দিবো
ঠিকানা দিও ……।
অন্তরে অনুভবে মনের যতো কথা
লিখেছি তোমায়, যত্ন করে পড়ে নিও ,
স্মৃতিময় অতীত গুলো আজ
ডাকছে তোমায় , ভালোবাসলে বুজে নিও ।
সেদিনের পর হতে
আমার খবর রাখনি আর
হয়তো প্রয়োজনটা ছিলো শেষ ,
মায়াবি দর্পনে দেখছি আমি
সুখের খাচায় তুমি আছ বেশ ?
আজও নির্ঘুম রজনীতে আমি
আকাশের ঐ উজ্বল তারায় খুঁজি
তোমার সেই অপলোক দৃষ্টি
বিশ্বাস করো তুমিই হলে
আমার হারানো ‘ সৃষ্টি ‘…