স্টাফ রিপোর্টার ॥ ‘ব্যবসাতে প্রযুক্তি, দিন দিন উন্নতি’-এ শ্লোগানে শেরপুরে মুদি ব্যবসা উন্নয়নে তথ্যভিত্তিক আলোচনা সভা হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ‘শিফট-এমডিডিআরএম’ কর্মসূচির আওতায় বাংলাদেশ দোকান মালিক সমিতি ওই আলোচনা সভার আয়োজন করে। শহরের একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় আধুনিক ব্যবসায়িক কৌশল ও নতুন নতুন প্রযুক্তি ও উদ্ভাবন কার্যক্রম, নতুন ভ্যাট আইন এবং প্রযুক্তিবান্ধব ব্যবসা সম্প্রসারণের বিষয়ে আলোকপাত করা হয়। বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রিয় সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব কাইয়ুম তালুকদার, এফবিসিসিআই পরিচালক হাফেজ হারুন, শেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, শেরপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, উইমেন চেম্বারের সহ-সভাপতি নাসরিন রহমান, চেম্বার পরিচালক রাজন সরকার প্রমুখ বক্তব্য রাখেন। এতে ক্ষুদ্র ব্যবসায়ী, মুদি দোকানদার, নারী উদ্যোক্তা, ব্যাংকারসহ ৬০ জন অংশগ্রহণ করেন।
সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, তথ্যপ্রযুক্তি এগুচ্ছে। ব্যবসাকেও প্রযুক্তিবান্ধব করতে হবে। তিনি ব্যবসায়ীদের সৎ এবং বৈধ উপায়ে ব্যবহার আহ্বান জানিয়ে বলেন, ওজনে কম দেওয়া যাবেনা, পণ্যে ভেজাল করা যাবেনা। ভোক্তার অধিকার সংরক্ষণ করতে হবে। সরকারি নিয়মে ভ্যাট-ট্যাক্স দিতে হবে। তবে তিনি বলেন, নতুন ভ্যাট আইনে বার্ষিক ৫০ লক্ষ টাকা যাদের টার্ণ ওভার তাদের ভ্যাট দিতে হবেনা। কিন্তু ভ্যাট কর্মকর্তারা নানাভাবে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর চেপে বসতে যাবে। চেম্বার নেতৃবৃন্দকে এ বিষয়ে তিনি সচেতন হওয়ার আহ্বান জানান। নারী ও ক্ষুদ্র উদ্যোক্তারা যাতে এসএমই লোন পায়, এজন্যও স্থানীয় চেম্বার কার্যকর ভুমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
আয়োজক সংগঠনের কর্মকর্তা ইশতিয়াক হাসান সজীব ও অলিউল্লাহ মৃধা জানান, মুদি দোকানী এবং তাদের ব্যবসার উন্নতির জন্য চাহিদাভিত্তিক প্রযুক্তি, দক্ষতা উন্নয়ণ, আধুনিক ব্যবসায়ীক কৌশল ও নতুন নতুন উদ্ভাবন কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে শেরপুর, জামালপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ এ চারটি জেলায় ‘শিফট-এমডিডিআরএম’ কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে। এতে ২০১৯ সালের মধ্যে ১০ হাজার মুদি দোকানী এবং এক লাখ নাগরিককে এ সম্পর্কে সচেতন করা সম্ভব হবে। মাঠপর্যায়ে শিফট-এমডিআিরএম কার্যক্রম বাস্তবায়নে অংশীদার হিসেবে রয়েছে জাতিসংঘের দ্যা ইউনাইটেড ন্যাশন্স ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (ইউএনসিডিএফ), এফবিসিসিআই ও প্রযুক্তি প্রতিষ্ঠান ডি-নেট।
