ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ ১১তম গ্রেডে প্রধান শিক্ষকদের ২য় শ্রেণির মর্যাদা ও ১০তম গ্রেডে সহকারী শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শেরপুরের ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছেন। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা পরিষদের সামনে রাস্তায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচী চলাকালীন সময়ে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহ্্ মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ হাসান প্রমুখ।
মানববন্ধন কর্মসূচীতে উপজেলায় কর্মরত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক অংশগ্রহণণ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।