লালন দুলন ভোর বেলাতে
কাঁধে একটা ঠেলা জাল নিয়ে।
তার সাথে এক খালই নিয়ে
বৈশা বিলে ঠেলত যখন জাল।

তখন আমার ঘুম ভাংত
বইয়ের দিকে নজর দিতে
বিদ্যা সাগর হতে হবে।
মা বাবার কথা মত
যেইনা বইয়ের দিকে মনোযোগ।
টাকি পূটির লাফালাফিতে
লালন দুলনের মাছ ধরাতে
বইয়ের লেখা তখন যেন
ঐ মন করেছে হরি লোট।

তার পড়েও তবু কেন
বারবার পড়তে হয়।
মা বলতেন মাথায় নাকি
আমার যত গোবর ভরা মজক।
ভোর হলেই খুজতো ওরা
গোয়াল ঘরের গৈড়ে ছাই
নতুন আলু পুড়া দিত
পড়ার টেবিলে গন্ধ আমি পাই।
পাড়ার যত ছেলে আমরা
সকাল সকাল উঠা
কারো গাছে বরই কারো সুপারী
বাদুড় ইঁদুর খেয়ে ফেততো
কুড়িয়ে করতাম পকেট ভারী।
কৃষকের সন্তান আমি
বাবা আমার কৃষক।
ভাল লাগতো কৃষি কাজে
ছেলেবেলার যত সখ।
