স্টাফ রিপোর্টার ॥ মানসম্মত শিক্ষার অঙ্গীকার নিয়ে শেরপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত শেরপুর কালেক্টরেট ইনোভেটিভ স্কুলের শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা প্রদান ও দেশ-বিদেশের বিভিন্ন তথ্য-প্রামাণ্যচিত্রের মাধ্যমে বাস্তবমুখী জ্ঞান প্রদান করার লক্ষ্যে কম্পিউটার ও মাল্টিমিডিয়া সামগ্রী প্রদান করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আনার কলি মাহবুব স্কুলের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের হাতে ওইসব সামগ্রী তুলে দেন। ওইসব সামগ্রীর মধ্যে রয়েছে একটি পূর্ণাঙ্গ কম্পিউটার, ডিজিটাল সাউন্ড সিস্টেম ও মাল্টিমিডিয়া প্রজেক্টর। ওইসময় আধুনিক পদ্ধতিতে সিলেবাসের বাইরে আনন্দদানকারী শিক্ষার মাধ্যমে শেরপুর কালেক্টরেট স্কুলের ছাত্র-ছাত্রীরা তাদের চিন্তা চেতনায় উদ্ভাবন ও জ্ঞানের সংমিশ্রণে এ দেশের ভবিষ্যতের যোগ্য কা-ারী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।
সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, এনডিসি আরিফ ফয়সাল খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত প্রমুখ উপস্থিত ছিলেন।
