ads

বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০১৯ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে বইমেলার দ্বিতীয় দিনে পাঠকদের উপচে পড়া ভিড়

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০১৯ ৪:২২ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি ॥ ‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’ এ প্রতিপাদ্যকে ধারন করে জামালপুরে ৬ দিনব্যাপী বই মেলার দ্বিতীয় দিন ১৮ সেপ্টেম্বর বুধবার বইয়ের সকল স্টলগুলোতে পাঠক ও ক্রেতাদের উপচে পড়া ভিড় সবার নজর কেড়েছে।
জামালপুর পাবলিক লাইব্রেরিতে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার ওই মেলার উদ্বোধন করেন। ওই সময় শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, কবি আলী জহির, কবি সাযযাদ আনছারী, সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল হাই আলহাদী, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর পাবলিক লাইব্রেরির সদস্য জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, জাহাঙ্গীর আলম ও আব্দুল আজিজসহ জেলা প্রশাসন, জামালপুর পাবলিক লাইব্রেরির কর্মকর্তা, লেখক, পাঠক, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। বই মেলাটি ২২ সেপ্টেম্বর রবিবার বিকাল পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় একুশে বইমেলার নতুন নতুন বই পেয়ে পাঠক ও ক্রেতারা খুব খুশি। তাছাড়া ক্রেতারা পাচ্ছেন বিশেষ মূল্য ছাড়। ফলে ক্রেতা ও পাঠকের ভীড় ক্রমেই বাড়ছে বলে জানান আয়োজকরা। প্রথমা প্রকাশন এবং বেঙ্গল পাবলিকেশন্স এর আয়োজনে ৬দিন ব্যাপী এ বইমেলায় বেশ কয়েকটি স্টল বসেছে।
উল্লেখ্য, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার শেরপুরের নকলায় উপজেলা নির্বাহী অফিসার থাকাকালে উপজেলা পরিষদ চত্তরে উপজেলায় প্রথম বারের মত ৩দিন ব্যাপী বই মেলার আয়োজন করায় পাঠক, লেখক, সাংবাদিক ও বই প্রেমীদের মনে ব্যাপক সাড়া ফেলেছিলেন। বিশেষ করে স্বাধীনতা পুরষ্কার প্রাপ্ত বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকার নকলার ওই মেলাটি উদ্বোধন করায় সবার মনে ব্যাপক সাড়া ফেলেছিল। যার রেশ এখনো কাটেনি। নকলার শিক্ষক, শিক্ষার্থী ও লেখকদের মাঝে বই কিনা ও পড়া অভ্যাস সৃষ্টি হয়েছে। বেড়েছে বিভিন্ন লেখকদের বইয়ের চাহিদা। তাছাড়া তার নেতৃত্বে নকলাকে বাল্য বিবাহ মুক্ত ঘেষনা করা সম্ভব হয়েছে, বাল্যবিবাহ বন্ধে তিনি মাধ্যমিক শাখার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা করেছিলেন বাল্য বিবাহ প্রতিরোধ মঞ্চ। ওইসব বাল্য বিবাহ প্রতিরোধ মঞ্চের সদস্যরা এখনো যেকোন এলাকায় বাল্য বিবাহের সংবাদ পেলে তা প্রতিহত করে আসছেন। তদ্রুপ জামালপুরে চলমান ৬ দিনব্যাপী এ বই মেলা সবার মনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সর্বসাধারণ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!